মাধবকুন্ড জলপ্রপাত মৌলভীবাজারের আকর্ষণ

প্রতীক মাহমুদ : ইনফোলিডার, ইউডিসি, নকলা, পিরোজপুর
প্রকাশ কাল : ২০১৭-০৬-১০ ১২:৫৯:৫৬



প্রকৃতির অপরূপ লীলা নিকেতন মৌলভীবাজার জেলার বডলেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুন্ড জলপ্রপাত। এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে এখানে। প্রায় ২০০ ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় সাঁ সাঁ শব্দে নিচে পড়ছে। অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুন্ডের। আর কুন্ডের প্রবাহমান ¯্রােতধারা শান্তির বারিধারার মতো মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে। যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে এ পাহাড়টি সম্পূর্ণ পাথরের। এর বৃহৎ অংশজুড়ে রয়েছে ছড়া। ছড়াার উপরের অংশের নাম গঙ্গামারা ছড়া আর নিচের অংশের নাম মাধবছড়া। পাহাড়ের উপর থেকে পাথরের ওপর দিয়ে ছুটে আসা পানির ¯্রােত দুই ভাগে বিভক্ত হয়ে হঠাৎ খাড়াাভাবে উঁচু পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়। এতে দুটি ধারা সৃষ্টি হয়। একটি বড়, অপরটি ছোট। বর্ষাকালে ধারা দুটি মিশে যায়। জলরাশি যেখানে পড়ছে তার চতুর্দিকে পাহাড়, নিচে কুন্ড। কুন্ডের মধ্যভাগে অনবরত পানি পড়ছে। পানি দেখতে পানির সিজন তথা বর্ষাকাল হচ্ছে উপযুক্ত সময়। সবুজ প্রকৃতির সাথে মিতালী করতে এবং ঝর্ণার কুয়াশায় সিক্ত হতে তাই মাধবকুন্ড ভ্রমনের  জন্য বর্ষার জুড়ি নেই । ঝর্ণায় তখন প্রচুর পানি পাওয়া যায়। দুপুর বেড়াবার শ্রেষ্ট সময়। বিকাল হলে খুব তাড়াতাড়ি চারিদিক অন্ধকার হয়ে যায়।

মধাব কুন্ড যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট, মৌলভীবাজার কিংবা কুলাউড়া। বাসে করে আসপ যায় এখানে । ঢাকা থেকে সরাসরি বাস আসে এসব স্থানে। সবচাইতে সহজ পথটি হল ট্রেনে করে কুলাউড়া আসা। ট্রেনে কুলাউড়া ষ্টেশনে নেমে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে সরাসরি মাধবকুন্ড পৌঁছানো যায়। এতে খরচ ও পরিশ্রম কম হয়। মাধবকুন্ড পৌছে টিকেট কেটে মাধবকুন্ড এলাকায় প্রবেশ করে সোজা মাধবকুন্ড ঝর্না। এরপর শুধুই প্রকৃতির অপার বিস্ময় উপভোগ।

* সব্যসাচী দে: ইনফোলিডার, দক্ষিণভাগ (উত্তর) ইউডিসি, মাধবকুন্ড


protik/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন