‘গণতন্ত্রের প্রশিক্ষণ’: স্কুলে স্টুডেন্ট’স কেবিনেট নির্বাচন

মোমেনীন : ইনফোলিডার, বাগাট ইউডিসি, মধুখালী , ফরিদপুর
প্রকাশ কাল : ২০১৭-০৭-২৫ ১৪:৪৯:২৯


‘গণতন্ত্রের প্রশিক্ষণ’: স্কুলে স্টুডেন্ট’স কেবিনেট নির্বাচন
‘গণতন্ত্রের প্রশিক্ষণ’: স্কুলে স্টুডেন্ট’স কেবিনেট নির্বাচন

মো. মঞ্জুরুল ইসলাম : ইনফোলিডার, ক্ষেতুপাড়া ইউডিসি, সাঁথিয়া, পাবনা

দেশের অন্যান্য বিদ্যালয়ের মতো পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মিয়াপুর দাখিল মাদরাসা। এ দুটি প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট’স কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ মার্চ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু এবং বেলা ১টায় শেষ হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং তারা স্বতস্ফুর্তভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়।

এদিন সারাদেশে মাধ্যমিক স্তরের প্রায় ২৩ হাজার স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা ভোট দিয়ে নিজেদের মধ্য থেকে এক লাখ ৮৩ হাজার ২৭২ জন নেতা নির্বাচন করেছে। বহুকাল থেকে চলে আসা ক্লাস ক্যাপ্টেনের মতোই এই নেতাদের ভূমিকা। তবে ক্লাস ক্যাপ্টেনরা শুধু নিজ ক্লাসে সতীর্থদের শৃঙ্খলা রক্ষায় নেতৃত্ব দিয়ে শিক্ষকদের সাহায্য করত। আর নতুন, এ ব্যবস্থায় স্কুলের সব ক্লাসের নির্বাচিত প্রতিনিধিরা মিলে কেবিনেট গঠন করে ক্লাস ও ক্লাসের বাইরে পুরো স্কুলের আটটি বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সাহায্য করবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে- শিক্ষণ সামগ্রী, ক্রীড়া, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিচ্ছন্নতা, বাগান করা, বিভিন্ন দিবস পালন অনুষ্ঠান প্রভৃতি। এতে ছাত্রদের নেতৃত্বগুণ বিকাশের বাস্তব শিক্ষালাভ হবে। আগে স্কুলে ক্লাসে হাত তুলে ভোটের মাধ্যমে বা শিক্ষকদের পছন্দে বা পরীক্ষায় প্রথম স্থানপ্রাপ্তরা ক্যাপ্টেন হতো। নতুন ব্যবস্থায় ভোট দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের নেতা নির্বাচন করছে। স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে জাতীয় নির্বাচনের মতই নির্বাচন কমিশন, প্রার্থী, ব্যালট বাক্স, ব্যালট পেপার, স্কুলে প্রচার, পোস্টার- সব থাকে।

মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মিয়াপুর দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মধ্য থেকেই প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসার পুলিশ অফিসার এবং সাংবাদিক নির্বাচন করা হয়। তাদের দিয়েই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মুনসুর আলম বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং প্রার্থী/ভোটারদের সঙ্গে কথা বলেন। সুশৃঙ্খলভাবে ভোটদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার।


momenin/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন