‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার’ পাচ্ছেন ইনফোলিডার আরিফ

মোমেনীন : ইনফোলিডার, বাগাট ইউডিসি, মধুখালী , ফরিদপুর
প্রকাশ কাল : ২০১৭-০৭-২৯ ১৪:১৬:৪৯


‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার’ পাচ্ছেন ইনফোলিডার আরিফ
‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার’ পাচ্ছেন ইনফোলিডার আরিফ

তথ্যজানালা অনলাইন ডেস্ক

যশোরের আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং ‘তৃণমূলের তথ্যজানালা’র ইনফোলিডার এস এম আরিফুজ্জমানের প্রতিবেদন ‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৭’ এর জন্য নির্বাচিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের (পিআইবি) জুরি বোর্ডের প্রধান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে এস এম আরিফুজ্জামানসহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, আরিফ ইউডিসিতে কাজ করার পাশাপাশি ‘তৃণমূলের তথ্যজানালা’ ওয়েবপোর্টালে কন্ট্রিবিউট করে থাকেন এবং যশোরের স্থানীয় দৈনিক ‘গ্রামের কাগজ’-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

‘ডিজিটাল বাংলাদেশ: জীবন সহজ হচ্ছে, তৃণমূলে বিপ্লব ইউডিসিগুলো হয়ে উঠছে বাতিঘর’ এবং ‘এক স্বপ্নময় দিগন্ত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: প্রযুক্তির শিল্পাঞ্চল হচ্ছে যশোর, সোনালী সুদিনের হাতছানি হাজারো তরুণের’ এই দুটি প্রতিবেদনের জন্য আরিফকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

ডিজিটাল বাংলাদেশ বিষয়ে রিপোর্ট, ফিচার ও ছবির জন্য এ বছর ছয়টি ক্যাটাগরিতে মোট ৭ জন সাংবাদিককে এ পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কার পাচ্ছেন- আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে যশোরের ইনফোলিডার ও দৈনিক গ্রামের কাগজের এস এম আরিফুজ্জমান, জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে দৈনিক জনকণ্ঠের প্রতিবেদক এম শাহজাহান, টেলিভিশন ক্যাটাগরিতে ৭১ টেলিভিশনের প্রতিবেদক মোহাম্মদ মাফিজুল ইসলাম, বেতার ক্যাটাগরিতে যৌথভাবে রেডিও চিলমারীর পলাশ মাহমুদ ও রেডিও পদ্মার সাদী মাহমুদ এবং অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে আরটিভি অনলাইনের মাইদুর রহমান রুবেল, ফটো সাংবাদিকতায় প্রথম আলোর সৈয়দ আশরাফুল আলম। পিআইবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ ৭৫ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প যৌথভাবে এ পুরস্কার প্রবর্তন করে।

উল্লেখ্য, ইনফোলিডার এস এম আরিফুজ্জামান এ পর্যন্ত শতাধিক প্রতিবেদন ও ফিচার লিখেছেন। এই প্রতিবেদন ও ফিচার নিয়মিতভাবে ‘তৃণমূলের তথ্যজানালা’ ওয়েব পোর্টাল এবং যশোরের স্থানীয় দৈনিক ‘গ্রামের কাগজ’-এ প্রকাশিত হয়ে আসছে। তাঁর পুরস্কারপ্রাপ্ত লেখা দুটি সম্প্রতি ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় প্রকাশিত ‘তথ্যজানালা-১’ এবং ‘তথ্যজানালা-১’ গ্রন্থেও স্থান পেয়েছে।

‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৭’ এর জন্য মনোনীত হওয়ায় ‘তৃণমূলের তথ্যজানালা’ এবং তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) পক্ষ থেকে আরিফুজ্জামানকে অভিনন্দন জানানো হচ্ছে।


momenin/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন