বৃষ্টির পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী পলক

মোমেনীন : ইনফোলিডার, বাগাট ইউডিসি, মধুখালী , ফরিদপুর
প্রকাশ কাল : ২০১৭-০৭-৩১ ১১:৩৪:২১


বৃষ্টির পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী পলক
বৃষ্টির পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী পলক

মো. ইসরাইল কবির, ইনফোলিডার, হালসা ইউডিসি, নাটোর
ব্রেন টিউমারে আক্রান্ত নাটোরের সিংড়া উপজেলার কলম শেখ পাড়া গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী বৃষ্টি। কলম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। পাশাপাশি ভালো একজন সংগীত শিল্পী হিসেবেও নাম কুড়িয়েছে। প্রতিভাবান এ শিল্পী সংগীতের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছেন। লেখাপড়া এবং সংগীত নিয়ে ভালোই চলছিল তার জগৎ। কিন্তু হঠাৎ করেই তার মাথায় বাসা বাঁধে টিউমার। বিষয়টি গণমাধ্যম, সিংড়া প্রেসক্লাব ও চলনবিল ফেসবুক সোসাইটির নজরে এলে তারা বৃষ্টির পরিবারের পাশে দাঁড়ান।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে বৃষ্টির চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন। ভারতে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি দেশে এলে প্রতিমন্ত্রী বৃষ্টির চিকিৎসার জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেন। সেই সঙ্গে বৃষ্টির চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।


momenin/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন