জুরাছড়িতে ৮ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ

সুমন্ত চাকমা : ইনফোলিডার, জুরাছড়ি ইউডিসি, জুরাছড়ি, রাঙ্গামাটি
প্রকাশ কাল : ২০১৭-১০-২৬ ০৫:৫০:৪২


জুরাছড়িতে ৮ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ
জুরাছড়িতে ৮ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ

সরকার আর্তসামাজিক উন্নয়নে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি সুদমুক্ত ঋণ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় ৪৩ জন ব্যবসায়ীর মধ্যে ৮ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

গত বুধবার (২৫ অক্টোবর ২০১৭) রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সুদমুক্ত এ ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ঋণ নিয়ে শুধু খেয়ে বসে থাকলে হবে না। এ সব ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। এছাড়া নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যথাসময়ে ঋণ পরিশোধ করে অন্যকে ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দিতে হবে।’

জুরাছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 


sumanta.chakma/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন