রায়গঞ্জে বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ ফিরোজ মাহমুদ : ইনফোলিডার, ধানগড়া ইউডিসি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
প্রকাশ কাল : ২০১৭-১০-৩১ ১৩:৫৯:০৫


রায়গঞ্জে বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
রায়গঞ্জে বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০১৭) অসহায় বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রায়গঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হকসহ ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগণ।

অনুষ্ঠানে সাংসদ আমজাদ হোসেন মিলন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য যুবক/যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। ফলে বাংলাদেশ ‘ভিশন-২০২১’ এর দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে শামিল হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু প্রশিক্ষণ দিয়েই শেষ নয়, সরকার তাদেরকে চাকরির সুযোগও তৈরি করে দিচ্ছে।’

এর পাশাপাশি সরকার নতুন উদ্যোক্তা তৈরিতেও স্বল্প সুদে ঋণ দিয়ে সহযোগিতা করছে বলে উল্লেখ করেন তিনি।


firozmahmud/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন