মদনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী

পরিতোষ দাস : ইনফোলিডার, চাঁনগাও ইউডিসি, মদন, নেত্রকোণা
প্রকাশ কাল : ২০১৭-১১-০৩ ১৯:১৮:২৪


মদনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী
মদনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী

নেত্রকোনার মদনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল গোবিন্দ্রশ্রী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ডলি আক্তার (১৪)।

গত শুক্রবার (৩ নভেম্বর ২০১৭) উপজেলার তিয়শ্রী গ্রামের ছদ্দু মিয়ার ছেলে শফিকের (২২) সাথে বারঘরি গ্রামের নয়ন মিয়ার কন্যা ডলি আক্তারের বিয়ের প্রস্তুতি চলছিল। এমন সময় গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল ইসলাম ও সচিব হিরণ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দ্রশ্রী বারঘরি গ্রামে কনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। এর পর তাঁরা কনের পরিবারকে বাল্যবিয়ের কুফল এবং আইন সম্পর্কে অবগত করলে বিয়েটি বন্ধ হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বিয়ে বন্ধ করার পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কনেসহ তার পিতা-মাতাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তবে আমি আমার ইউনিয়নে কোন বাল্য বিয়ে হতে দেব না। কেউ বাল্যবিয়ে দিতে চাইলে প্রথমে তাঁকে বোঝাব। যদি বাল্যবিয়ের আইন ও কুফল শুনে বিয়ে বন্ধ করে তবে ভালো। কিন্তু বন্ধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করব।


poritush/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন