বনমালী ভৌমিক এপিআইএসের ওয়ার্কিং কমিটির সভাপতি মনোনীত

: ইনফোলিডার, ইউডিসি, ,
প্রকাশ কাল : ২০১৭-১১-০৪ ১১:৩৮:৫০


বনমালী ভৌমিক এপিআইএসের ওয়ার্কিং কমিটির সভাপতি মনোনীত
বনমালী ভৌমিক এপিআইএসের ওয়ার্কিং কমিটির সভাপতি মনোনীত

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (ইউএনএসকাপ) এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এপিআইএস) নবগঠিত স্টিয়ারিং কমিটির সভাপতি হিসেবে আইসিটি অধিফতরের মহাপরিচালক বনমালী ভৌমিককে মনোনীত করা হয়েছে।  

গত বুধবার (১ নভেম্বর ২০১৭) স্থানীয় একটি হোটেলে এপিআইএস স্টিয়ারিং কমিটির প্রথম অধিবেশনে আগামী এক বছরের জন্য এ কমিটির সভাপতি হিসেবে বনমালী ভৌমিকের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ১০০ জন প্রতিনিধি এ অধিবেশনে যোগ দেন। দুই দিনব্যাপী এ অধিবেশন গত (২ নভেম্বর ২০১৭) বৃহস্পতিবার শেষ হয়েছে।

এদিকে বিদেশি ডেলিগেটদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইউএন এসকাপের এপিআইএস স্টিয়ারিং কমিটির সভাপতি হিসেবে আইসিটি অদিফতরের মহাপরিচালককে মনোনীত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।  

এক প্রতিক্রিয়ায় বনমালী ভৌমিক বলেন, এ মনোনয়ন দেশের জন্য অত্যন্ত মর্যাদাকর। এর মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বাংলাদেশের কার্যকর ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হলো।

উল্লেখ্য, গত ২৯-৩০ আগস্ট চীনের গুয়াংঝুতে এপিআইএস এর ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভায় বাংলাদেশকে এক বছরের জন্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল।


mohin/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন