
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে দেশব্যাপী। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও পালিত হয়েছে ইউডিসি প্রতিষ্ঠার ৭ম বার্ষিকী।
গত শনিবার (১১ নভেম্বর, ২০১৭) চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে জেলার সকল ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান।
এ সময় তিনি ডিজিটাল সেন্টারের সামগ্রিক বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সেবা ই-সেবায় রূপান্তর করে তা ইউডিসির মাধ্যমে জনগণের দৌড়গোড়ায় পৌঁছানোর ব্যবস্থাসহ নানান বিষয়ে তাগিদ দেন।
মন্তব্য (০)