মদনে কৃষি পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন

পরিতোষ দাস : ইনফোলিডার, চাঁনগাও ইউডিসি, মদন, নেত্রকোণা
প্রকাশ কাল : ২০১৭-১১-১৪ ১৬:১৭:২২


মদনে কৃষি পুর্নবাসন কার্যক্রম উদ্বোধন
মদনে কৃষি পুর্নবাসন কার্যক্রম উদ্বোধন

হাওর অঞ্চলে ক্ষুদ্র প্রান্তিক ক্ষতিগ্রস্ত বিশেষ কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর ২০১৭) ২ হাজার ৬শ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে কৃষি পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে পাবলিক হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত কৃষি পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কদ্দুছ, ভাইস চেয়ারম্যান রহুল আমিন, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান তালুকদার, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছদ্দু, কৃষি অফিসার মো. গোলাম রাসুল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসান জানান, উপজেলার প্রায় সাড়ে ১১ হাজার কৃষক পর্যায়ক্রমে এ সহযোগিতা পাবে। এর ফলে তৃণমূলের ক্ষতিগ্রস্থ কৃষকরা মৌসুম অনুযায়ী তাদের কৃষি কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।


poritush/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন