বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মদনে আনন্দ শোভাযাত্রা

পরিতোষ দাস : ইনফোলিডার, চাঁনগাও ইউডিসি, মদন, নেত্রকোণা
প্রকাশ কাল : ২০১৭-১১-২৬ ১২:১২:১৩


বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মদনে আনন্দ শোভাযাত্রা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মদনে আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্ত হওয়ায় দেশের অন্যান্য জায়গার মতো নেত্রকোণার মদনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর ভাষণটি ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ অংশ হিসেবে স্বীকৃতি লাভ করায় গত শনিবার (২৫ নভেম্বর ২০১৭) মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন মদন উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলার প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পাবলিক হল মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নানা শ্রেনির পেশার মানুষ ছাড়াও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, মদন উপজেলার ইউএনও মো. ওয়ালীউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেল মো. ফখুরজ্জামান জুয়েল, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, উপজেলা বিএনপির সভাপতি এন আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 


poritush/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন