প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের ব্যাংকিং সেবার আওতায় আনতে গোপালগঞ্জে মধুমতি ডিজিটাল ব্যাংকের আরো ১৮টি এজেন্টপয়েন্ট উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল, ২০১৮) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন এজেন্ট পয়েন্টগুলো উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাহীন হাওলাদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ।
এজেন্ট পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এজেন্টপয়েন্টগুলো শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ঘোনাপাড়া শাখার নিয়ন্ত্রণে থাকবে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ছোট আকারের ঋণ প্রদান, আদায়, সামাজিক নিরাপত্তা কমসূচির অর্থ প্রদান, ইউলিটি বিল প্রদান, ক্লিয়ারিং চেক প্রদানে সহায়তা, হিসাব খোলা, ঋণ আবেদন, ক্রেডিট-ডেবিট কার্ডের আবেদন, বিমার প্রিমিয়াম সংগ্রহ ও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যন্য কার্যক্রম পরিচালনা করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং চালু এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে ইউনিয়ন পর্যায়ে ব্যাংকের গ্রাহক সেবা বাড়াবে।
উল্লেখ্য, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে । তবে কোনো ব্যাংকের সঙ্গে এটাই প্রথম চুক্তি।
DULAL CHANDRA BISWAS/mohin
মন্তব্য (০)