‘রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো।’ এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার (১৭ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিরল উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিরল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই জায়গায় এসে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম রওশন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
shamim99/mohin
মন্তব্য (০)