গাইবান্ধায় সন্ত্রাস, জ্ঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ

মোঃ মনোয়ার হোসেন : ইনফোলিডার, ফুলছড়ি ইউডিসি, ফুলছড়ি, গাইবান্ধা
প্রকাশ কাল : ২০১৮-০৫-২৯ ১১:৩৯:৩৮


গাইবান্ধায় সন্ত্রাস, জ্ঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ
গাইবান্ধায় সন্ত্রাস, জ্ঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ

‘স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই চরাঞ্চল থেকে সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা হবে। পুলিশ সাধারণ ও ভালো মানুষের সঙ্গে আছে এবং থাকবে। যারা সমাজে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য পুলিশ যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করবে।’ গত মঙ্গলবার (২৯ মে ২০১৮) গাইবান্ধায় অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গী ও মাদকবিরোধী সমাবেশে জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া এসব কথা বলেন।

জেলা পুলিশের আয়োজনে এবং কমিউনিটি পুলিশিং ফোরাম ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সহযোগিতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে, সন্ত্রাস, জ্ঙ্গী ও মাদক বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, ‘সাধারণ মানুষের শান্তি-শ্ঙ্খৃলা রক্ষায় বর্তমান সরকার মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পুলিশ সে দায়িত্বই পালন করছে।’

বাল্যবিয়েও একটি মারাত্মক অপরাধ। নারীদের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি অনুরোধ করেন।

বন্যাকালীন যাতে চরাঞ্চলে মানুষজন তাদের জানমাল ও সম্পদ নিয়ে নির্বিঘ্নে থাকতে পারে এজন্য পুলিশ সর্বাত্মক দায়িত্ব করবে। বন্যার সময় ফুলছড়ি থানায় অতিরিক্ত নৌ-টহল ছাড়াও স্পিডবোট টহল বৃদ্ধি করা হবে বলে জানান পুলিশ সুপার।

সমাবেশে বিভিন্ন পেশার সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় মুক্ত আলোচনায় পুলিশ সুপার উপস্থিত জনগণের মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণ করেন এবং সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ ও প্রক্রিয়াগুলো বলেন। এছাড়াও পুলিশি সেবাগ্রহণের ক্ষেত্রে যদি কেউ যদি হয়রানি ও  বিড়ম্বনায় শিকার হন সেক্ষেত্রে সরাসরি তার কাছে ফোন করার পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ।


monowarudc/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন