কাপ্তাইয়ে গরীব ও দুঃস্থদের মাঝে সোলার প্যানেল বিতরণ

বিশ্বজিৎ তনচংগ্যা বিশু : ইনফোলিডার, রাইখালী ইউডিসি, কাপ্তাই, রাঙ্গামাটি
প্রকাশ কাল : ২০১৮-০৬-০৪ ১৮:০২:৫৫


কাপ্তাইয়ে ২৫টি সোলার প্যানেল বিতরণ
কাপ্তাইয়ে ২৫টি সোলার প্যানেল বিতরণ

গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ, কাবিটা, কাবিখা, টিআর এবং নির্বাচনী এলাকাভিত্তিক প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার গরীব, দুঃস্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৫টি সোলার প্যানেল হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন ২০১৮) কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারের ত্রাণ এবং পূর্নবাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এই সোলার প্যানেল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা উপজেলার গরীব, দুঃস্থ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই সোলার সিস্টেম তুলে দেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানগণও উপস্হিত থেকে নিজ নিজ ইউপির জন্য সোলার প্যানেল হোম গ্রহণ করেন।


Bisu Tanchangya/mohin

মন্তব্য  (০)

মন্তব্য করুন