Logo

বোমাং রাজার রাজপুন্যা অনুষ্ঠানে খাজনা আদায়ের বার্ষিক আয়োজন

protik , পিরোজপুর || প্রকাশ কাল : 2017-06-06 16:52:13


বান্দরবানে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজকীয় খাজনা আদায়ের উৎসব রাজপুন্যাহ মেলা । প্রতি বছর ২১ ডিসেম্বর বাংলা ৭ই পৌষ মধ্যাহ্নে রাজপরিবারের আদি প্রথা অনুসারে রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু চৌধুরী রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে স্বর্ণখচিত তলোয়ার হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে উজির নাজির ও সৈন্য-সামন্ত নিয়ে রাজার মাঠে নির্মিত মঞ্চে আরোহণ করেন। এ সময় তরুণীরা ফুলের পাপড়ি ছিটিয়ে রাজা ও অতিথিদের স্বাগত জানায়। রাজা সিংহাসনে বসলে খাজনা আদায়ের অনুষ্ঠান শুরু হয়। এ সময় ১০৯টি  মৌজার হেডম্যান, কারবারিসহ প্রজারা নগদ টাকা, জুমে উৎপাদিত নানান শস্য, মুরগি ও চোলাই মদসহ বিভিন্ন উপঢৌকন রাজার হাতে তুলে দেন। বোমাং রাজার রাজপুন্যাহ মেলায় এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার, ৬৯পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার জোবায়ের ছালেহীন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সল্কিত কুমার রায়, পৌর মেয়র মোঃ ইসলাম বেবিস প্রমুখ।

রাজার হাতে খাজনা আদায়ের অনুষ্ঠান এবং রাজাকে একনজর  দেখতে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ বান্দরবানে অবস্থান নেয়। এছাড়াও  রাজপুন্যাহ মেলা দেখতে বান্দরবানে ভিড় জমায় হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক। প্রতি বছরের মতো এবারও ৩দিনব্যাপী রাজপুন্যাহ উপলক্ষে রাজার মাঠে বসে সার্কাস, মৃত্যুকুপ, হাউজি খেলা, পপ সংগীতসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা ঘিরে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন।

* সুমন্ত চাকমা : ইনফোলিডার, জুরাছড়ি ইউডিসি,  জুরাছড়ি, রাঙামাটি

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by