Logo

কেশবপুরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু

bdmahossain , যশোর || প্রকাশ কাল : 2017-08-14 12:10:59


শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।

কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে গত রোববার (১৩ আগস্ট ২০১৭) বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোল্যা আমির হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক টি.এম. জাকির হোসেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by