Logo

ময়মনসিংহে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

subrata Sarker , ময়মনসিংহ || প্রকাশ কাল : 2017-10-30 15:45:25


ময়মনসিংহের হালুয়াঘাটে জীবন চন্দ্র আচার্য স্মৃতি সংসদের উদ্যোগে শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে৷

গত শনিবার (২৮ অক্টোবর ২০১৭) শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন জীবন চন্দ্র আচার্য স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাবু উজ্জ্বল আচার্য। এ সময় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বাবু উজ্জ্বল আচার্য বলেন, আমরা বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করে আসছি ৷ অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত ৷

এ বিষয়ে তিনি আরও জানান, প্রতি মাসে আমারা বিভিন্ন প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরন করে থাকি। ভবিষ্যতে এই কর্মসূচি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জীবন চন্দ্র আচার্য স্মৃতি সংসদের এই উদ্যোগে এলাকার শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া শিক্ষার্থীরা তাদের আগামী দিনের স্বপ্ন পূরণে সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে। 

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by