poritush , নেত্রকোণা || প্রকাশ কাল : 2017-11-06 22:02:51
নেত্রকোনার মদন উপজেলায় সোমবার (৬ নভেম্বর ২০১৭) ‘হানাদার মুক্ত দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মদনের মগড়া নদীর পারে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ শহীদ হন। তবে ওই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের দৃঢ়তায় এবং সাহসিকতায় পাক হানাদার বাহিনী পিছু হঠতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে মদন হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষ্যে মদন উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যেগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালি শেষে পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালীউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কদ্দুছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হেলাল উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা শেষে পাবলিক হল প্রাঙ্গনের মুক্তমঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস মিয়ার নেতৃত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারিগানের আসর বসে। সেখানে রাত পর্যন্ত হাজার দর্শক জারিগান উপভোগ করেন।