Logo

টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

asim , টাঙ্গাইল || প্রকাশ কাল : 2017-11-08 15:13:30


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ নভেম্বর ২০১৭) উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্যানিটারি প্যাড ও টিফিনবক্স বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। এছাড়া অন্যান্যের মধ্যে ‍উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন।

সমাবেশে প্রধান অতিথি খান মো. নুরুল আমিন বলেন, ‘দেশ গঠনের স্বার্থে ভালোভাবে পড়াশোনা করে শিক্ষার্থীরা নিজেদেরকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে। মাদকের ভয়াবহ থাবা থেকে বাঁচতে শিশুকিশোর ও যুব সমাজের মাঝে মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপরও জোর দিতে হবে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জেলায় মাদক প্রতিরোধে সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা মাদকের অপব্যবহার প্রতিরোধে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।

এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে গৃহীত প্রকল্পের মাধ্যমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিটি থেকে একজন করে মোট ৪০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৭১০ জন শিক্ষার্থীকে টিফিনবক্স এবং ৭টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫৫০ জন শিক্ষার্থীকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, 'দূর-দূরান্ত থেকে যেসব মেয়ে কষ্ট করে স্কুলে যাতায়াত করে, তাদের সুবিধার্থে বাইসাইকেল দেওয়া হচ্ছে। এতে তাদের সময় বাঁচবে এবং তারা পড়াশোনায় আরও উৎসাহিত হবে। একইভাবে টিফিনবক্স পাওয়া শিক্ষার্থীরা স্কুলে দুপুরের খাবার নিয়ে আসার জন্য ব্যবহার করতে পারবে। আর মেয়েরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে অভ্যস্ত হলে এটি তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটিকে এগিয়ে নিতেই উপজেলা পরিষদের এই উদ্যোগ।’

ইউএনও আরও জানান, দেলদুয়ার উপজেলায় শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও অনুরূপ উদ্যোগ অব্যাহত থাকবে। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সবাইকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by