Logo

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ফুলছড়িতে আনন্দ শোভাযাত্রা

monowarudc , গাইবান্ধা || প্রকাশ কাল : 2017-11-28 10:12:48


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে গত শনিবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে বিশাল এক শোভাযাত্রা ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলস্টয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by