DULAL CHANDRA BISWAS , গোপালগঞ্জ || প্রকাশ কাল : 2017-12-12 22:02:09
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সারা বাংলাদেশে প্রথম বারের মতো 'সবার জন্য নিরাপদ ইন্টারনেট' প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। দেশের অন্যান্য জেলার ন্যায় গত মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০১৭) গোপালগঞ্জেও পালিত হয় দিবসটি। এ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোকলেসুর রহমান সরকার। র্যালিটি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে আগের শুরুর স্থলেই শেষ হয়। র্যালিতে গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে পালনের প্রস্তাব গত ২৭ নভেম্বর অনুমোদন দেয় মন্ত্রিসভা।