তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। চলনবিলসহ দেশের দুর্যোগ মোকাবেলায় সরকার সবসময় জনগনের পাশে ছিল, বর্তমানেও আছে আর ভবিষ্যতেও থাকবে।
প্রতিমন্ত্রী গত রোববার (০৬ মে, ২০১৮) সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলনবিলে গত বছর আগাম বন্যা হয়েছিল। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলনবিলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।এবারও বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।