Logo

গোপালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

DULAL CHANDRA BISWAS , গোপালগঞ্জ || প্রকাশ কাল : 2018-05-16 14:54:06


‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০১৮। এ উপলক্ষ্যে গত রোববার (১৩ মে ২০১৮) গোপালগঞ্জের সুইমিংপুল ও জিমনেশিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান ‍উপদেষ্টা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

গোপালগঞ্জ সদর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত সদর থানা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক রাজিউদ্দিন খান রাজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ পৌর মেয়র কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ‘মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়ায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্নের সোনার বাংলা গড়তে কমিউনিটি পুলিশদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির সদস্যারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by