Logo

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত

mohin , || প্রকাশ কাল : 2018-05-20 12:40:30


তথ্যজানালা অনলাইন ডেস্ক

‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি’ প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার (১৭ মে ২০১৮) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবার বাংলাদেশে দিবসটি উদ্যাপিত হচ্ছে দেশের নিজস্ব ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপণে তথ্য ও টেলিযোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায়ের সূচনার মধ্যদিয়ে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং আইটিইউর মহাসচিব বাণী দিয়েছেন।

রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এ দিবসটির মূল অনুষ্ঠান উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।  এ ছাড়া দিবসটি উপলক্ষে জনগণের মধ্যে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার (১৬ মে ২০১৮) সকালে সোহ্রাওয়ার্দী উদ্যান থেকে সুসজ্জিত কার শোভাযাত্রা ও রোডশো শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি এবং বেসরকারি তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট অংশ নেয়।

বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটির বেশি। দেশে বেতার যন্ত্র, টেলিভিশন, স্যাটেলাইট, মোবাইল ফোন, ইন্টারনেট, অনলাইন সেবা, বিমান কিংবা জাহাজে ভ্রমণ সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এ প্রযুক্তির বদৌলতে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে দেশের জনগণ তাদের মৌলিক নাগরিক সেবাগুলো এখন ঘরে বসেই পাচ্ছে। তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও প্রভূত ক্ষেত্রে সার্বিক উন্নতি সাধিত হয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আইটিইউ’র সদস্যপদ লাভ করে।  ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে প্রথমবারের মতো আইটিইউ’র কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়। জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৯৩টি সদস্য রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও দিবসটি উদ্যাপিত হচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by