Logo

কাপ্তাইয়ে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

Bisu Tanchangya , রাঙ্গামাটি || প্রকাশ কাল : 2018-06-24 20:23:35


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে গত রোববার (২৪ জুন ২০১৮) র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এ র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর সড়কে এসে মানববন্ধনে অংশ নেয়।

র‌্যালি ও মানববন্ধনে অংশ নেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. নিতিশ চাকমা, কাপ্তাই থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদসহ সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে প্রচার কার্যক্রম চলছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Developed by